Call  Us  Now! +880 1737 034 338Call  Us  Now! +880 1737 034 338

এনজিও সফটওয়্যার

সফটওয়্যার এর নাম :

এটি একটি ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ফলে, বিশ্বের যেকোন স্থান থেকে ইন্টারর্নেট সংযুক্ত হয়ে অ্যাপ্লিকেশন টি ব্যবহার করা যায়। দেশের সকল প্রকার সমব্যয় সমিতি,এনজিও,মালটিপারপাস কো-অপারেটিভ সোসাইটি প্রতিষ্ঠানের দৈনিক হিসাব সংরক্ষন করে বলেই অ্যাপ্লিকেশনটির নামকরণ করা হয়েছে "এনজিও সফটওয়্যার" নামে।

সফটওয়্যার যার জন্য :

যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে সদস্য সংগ্রহ করে, নগদ বা পণ্যভিক্তিক ঋন প্রদান, সঞ্চয় গ্রহন, সঞ্চয় ফেরত গ্রুপ বা শাখাভিক্তিক ভাবে পরিচালন করে থাকে শুধুমাত্র সেসব প্রতিষ্ঠানের জন্য আমাদের এই "এনজিও সফটওয়্যার"।

সফটওয়্যার এর প্রধান অংশ :

এক ,
প্রতিষ্ঠানের নামে একটি ডোমেইন নাম বা ওয়েবসাইট থাকবে, যেমন- www.companyname.com । যেকোন বেক্তি ইন্টারর্নেট সংযুক্ত হয়ে বিশ্বের যেকোন প্রান্ত থেকে ওয়েবসাইট ভিজিট করলে, অত্র প্রতিষ্ঠান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে । ভিজিটর প্রতিষ্টানের সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবে এবং হিসাব নম্বর প্রবেশ করে হিসাবের বিবরণ দেখতে পারবে ।
দুই ,
এটি এমন একটি অংশ, যেখানে শুধুমাত্র প্রতিষ্টানের কর্মকর্তা-কর্মচারিগণ তাদের username এবং password ব্যবহার করে সদস্য ভর্তি, ঋণ প্রদান, ঋণ আদায়, সঞ্চয় গ্রহন, সঞ্চয় ফেরত ইত্যাদি কার্য্য সম্পাদন করতে পারবে ।
তিন ,
এটি সফটওয়্যারটির অন্যতম একটি প্রধান অংশ, যেখানে শুধুমাত্র প্রতিষ্টানের মালিক তার username এবং password প্রবেশ করে, প্রতিষ্টানের শাখা, গ্রুপ, অফিসার এমন কি সদস্যের দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক হিসাব পর্যবেক্ষণ করতে পারবে ।

সফটওয়্যার এর সুবিধা :

আমাদের এই "এনজিও সফটওয়্যার" টির মাধ্যমে সহজেই কোন আর্থিক প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের ছবি সহ সকল প্রয়োজনীয় তথ্য এবং যাবতিয় হিসাব-নিকাশ নিমিষেই প্রদর্শন করাতে পারে। এছাড়া-
  • সকল তথ্য সংরক্ষণ, সংযোজন, বিয়োজন, সম্পাদনা ও তল্লাশি করার যায়।
  • সকল ধরণের আয়-ব্যয় খাতওয়ারী, তারিখ ভিক্তিক, লেন-দেন এন্টি করা যায়।
  • প্রত্যেক শাখা এবং কর্মীর সাপ্তাহিক মাসিক এবং বাৎসরিক মোট আয়-ব্যয় এর হিসেব রিপোর্ট আকারে প্রিন্ট করা যায়।
  • বিনিয়োগ-লাভ-ক্ষতির সকল হিসেব-নিকেশ মিনিটের মধ্যেই প্রদর্শন করাতে পারে।
সহজ কথায় বলতে গেলে, কোন প্রকার কাগজ কলম ছাড়াই প্রতিষ্ঠানের সকল হিসেব-নিকেশ প্রদান করে ।

সফটওয়্যার এর অসুবিধা :

আমাদের এই "এনজিও সফটওয়্যার" টি আপনার প্রতিষ্ঠানে পরিচালন করতে চাইলে অবশ্যই প্রত্যেক কর্মকর্তাকে ইন্টারর্নেট সংযুক্ত হতে হবে এরং থাকতে হবে কম্পিউটা ল্যাপটপ অথবা মোবাইল ফোন ।

Programmer
rofikit
Our Android App