স্কুল সফটওয়্যার
সফটওয়্যার এর নাম :
এটি একটি ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ফলে, বিশ্বের যেকোন স্থান থেকে ইন্টারর্নেট সংযুক্ত হয়ে অ্যাপ্লিকেশন টি ব্যবহার করা যায়। দেশের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান-এর যাবতীয় কার্যক্রম সম্পাদন করা যাবে বলেই অ্যাপ্লিকেশনটির নামকরণ করা হয়েছে "স্কুল সফটওয়্যার" নামে।সফটওয়্যার যার জন্য :
যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে শিক্ষার্থী সংগ্রহ, ভর্তি, শ্রণিভিক্তিক পাঠদান, সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক পরীক্ষা গ্রহনের মাধ্যমে শিক্ষা-প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালন করে থাকে শুধুমাত্র সেসব প্রতিষ্ঠানের জন্য আমাদের এই "স্কুল সফটওয়্যার"।সফটওয়্যার এর প্রধান তিনটি অংশ :
এক ,আপনার শিক্ষা প্রতিষ্ঠানটির নামে একটি ডোমেইন নাম বা ওয়েবসাইট থাকবে, যেমন- www.schoolname.com । যে কোন শিক্ষার্থী বা অবিভাবক ইন্টারর্নেট সংযুক্ত হয়ে বিশ্বের যেকোন প্রান্ত থেকে ওয়েবসাইটি ভিজিট করলে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে । প্রয়োজনীয় তথ্য প্রদান করে শিক্ষার্থী Online -এ ভর্তি ফর্ম পূরন বা ভর্তির আবেদন করতে পারবে ।
দুই ,
এটি এমন একটি অংশ, যেখানে শুধুমাত্র প্রতিষ্টানের শিক্ষক মহোদয়গণ তাদের username এবং password ব্যবহার করে, শিক্ষক হাজিরা, ছাত্র-ছাত্রী উপস্থিতি গ্রহন, শ্রণিভিক্তিক পাঠদান, প্রশ্ন তৈরি, পরিক্ষা গ্রহন, ফলাফল প্রকাশ ইত্যাদি কার্য্য সম্পাদন করতে পারবে ।
তিন ,
এটি সফটওয়্যারটির অন্যতম একটি প্রধান অংশ, যেখানে শুধুমাত্র প্রতিষ্টানের মালিক তার username এবং password প্রবেশ করে, প্রতিষ্টানের সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের যাবতীয় তথ্য, আর্থিক হিসাব-নিকাশ, প্রয়োজনিয় দিকনির্দেশনা বা নোটিশ প্রদান, পরিক্ষার ফলাফল প্রকাশসহ সকল কার্যক্রম সম্পাদন ও পর্যবেক্ষণ করতে পারবে ।
সফটওয়্যার এর সুবিধা :
আমাদের এই "স্কুল সফটওয়্যার" টির মাধ্যমে সহজেই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং ছাত্র-ছাত্রী ছবি সহ সকল প্রয়োজনীয় তথ্য এবং যাবতিয় হিসাব-নিকাশ নিমিষেই প্রদর্শন করাতে পারে। এছাড়া-- সকল তথ্য সংরক্ষণ, সংযোজন, বিয়োজন, সম্পাদনা ও তল্লাশি করার যায়।
- সকল ধরণের আয়-ব্যয় খাতওয়ারী, তারিখ ভিক্তিক, লেন-দেন এন্টি করা যায়।
- আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মাসিক এবং বাৎসরিক মোট আয়-ব্যয় এর হিসেব রিপোর্ট আকারে প্রিন্ট করা যায়।
সফটওয়্যার এর অসুবিধা :
আমাদের এই "স্কুল সফটওয়্যার" টি আপনার প্রতিষ্ঠানে পরিচালন করতে চাইলে অবশ্যই প্রত্যেক কর্মকর্তাকে ইন্টারর্নেট সংযুক্ত হতে হবে এরং থাকতে হবে কম্পিউটা ল্যাপটপ অথবা মোবাইল ফোন ।